
ছবি সংগৃহীত
আসন্ন বাজেটে দেশের শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। একইসঙ্গে দীর্ঘদিনের বকেয়া অবসর ও কল্যাণ ভাতা পরিশোধের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
রবিবার (১৮ মে) শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, শিক্ষাখাতে অবকাঠামোগত উন্নয়ন হলেও এখনও অনেক জায়গায় সমস্যা রয়ে গেছে। বিশেষ করে শিক্ষক সংকট, অবকাঠামোর ব্যবহার না হওয়া এবং বাচ্চাদের স্কুলে নানা অসুবিধা রয়েছে। তাই এবার বাজেটে পরিচালন ব্যয় বাড়িয়ে শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষকরা গত কয়েক বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। তাদের অনেকের অবসর ও কল্যাণ ভাতার বকেয়া রয়েছে পাঁচ থেকে ছয় বছর ধরে। এবারের বাজেটে সেই দেনা-পাওনা মেটানোরও উদ্যোগ নেয়া হবে। শিক্ষকদের দাবি-দাওয়ার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান তিনি।
পরিকল্পনা উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, এবারের বাজেট হবে জনকল্যাণমূলক ও শৃঙ্খলার বাজেট। তিনি এটাও উল্লেখ করেন, এই বাজেট দায়িত্বহীনভাবে তৈরি হচ্ছে না, বরং জনস্বার্থ ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে রচিত হচ্ছে।
স্বাস্থ্য খাত নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অবকাঠামো থাকলেও অনেক স্থানে ডাক্তার নেই, যা বড় সমস্যা। তাই শুধু অবকাঠামো নয়, পরিষেবা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। শিক্ষা ও স্বাস্থ্য—এই দুই মৌলিক খাতেই উন্নয়ন ও পরিচালন ব্যয় বাড়ানো হবে বলে জানান তিনি।
ইউ