
ছবি সংগৃহীত
রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী মোড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির চাপায় হাবিবুর রহমান (১৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে।
১৭ মে (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনমুখী এই ব্যস্ত মোড়ে দুর্ঘটনাটি ঘটে। হাফেজ হাবিবুল্লাহর বাবার নাম কামাল হোসেন। সে মিরপুর ১ নম্বর অবস্থিত একটি আলিয়া মাদরাসার ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাবিবুল্লাহ রাস্তা পার হচ্ছিল। এ সময় বেপোরোয় গতির ডিএনসিসির একটি ময়লার গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি ও চালক মো. সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানিয়েছে, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই এবং তিনি অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ডিএনসিসিতে কর্মরত।
স্থানীয়রা জানায়, ওই মোড়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সবসময় যানবাহনের চাপ থাকে। একপাশে বাজার, অন্য পাশে স্কুল-মাদরাসা এবং আবাসিক এলাকা হওয়ায় শিশু-কিশোর ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত সড়ক পারাপারে ঝুঁকি নিতে হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এত বড় মোড়ে ফুটওভার ব্রিজ না থাকা অত্যন্ত দুঃখজনক।’ তারা দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।
রূপনগর এলাকার বাসিন্দা গৃহিণী শাহানা আক্তার বলেন, ‘প্রতিদিনই দেখি, স্কুলের ছোট ছোট বাচ্চারা জান নিয়ে রাস্তা পার হচ্ছে। হাবিবুল্লাহরর মৃত্যু না হলে হয়তো কেউ এদিকে তাকাতো না। এখন যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, সামনে আরো দুর্ঘটনা ঘটবে।’
একই দাবি জানিয়ে রিকশাচালক আনোয়ার হোসেন বলেন, `তিন দিক দিয়ে গাড়ি আসে, কোন দিকে তাকিয়ে চলব? এই মোড়ে ব্রিজ না দিলে আরো জীবন যাবে। প্রশাসনের এখনই ব্যবস্থা নেয়া দরকার।’
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ রোমন বলেন, ‘দুর্ঘটনার পরপরই গাড়ি ও চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
নিহতের পরিবার ও এলাকাবাসী দাবি করছেন, হাবিবুল্লাহর মৃত্যুই যেন শেষ মৃত্যু হয়। এই ব্যস্ত মোড়ে অবিলম্বে একটি ফুটওভার ব্রিজ নির্মাণে এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে তারা সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউ