ঢাকা,

১৯ মে ২০২৫


সাভারে শিশুচোর সন্দেহে গাছে বেঁধে যুবককে নির্যাতন

মোঃ শান্ত খান , সাভার প্রতিনিধি

প্রকাশিত হয়েছে: ২২:১০, ১৮ মে ২০২৫

সাভারে শিশুচোর সন্দেহে গাছে বেঁধে যুবককে নির্যাতন

সাভারে চোর সন্দেহে অভিজিৎ দে (৩৪) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছে পুলিশ।

শনিবার (১৭ মে) বিকেল ৫ টার দিকে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু চোর সন্দেহে ধরে নিয়ে নির্যাতন করা হয়। পরে রাত ৮ টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী অভিজিৎ চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের কমল কান্তি দে'র ছেলে। তিনি মানুষিকভাবে বিপর্যস্ত বলে ধারণা পুলিশের। 

পুলিশ জানায়, ওই যুবক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘোরাঘুরি করে। তার আচরণ স্বাভাবিক ছিল না। ফলে রোগীর স্বজনরা তাকে শিশু চোর বলে সন্দেহ করেন। সেখানে তাকে মারধর করে বাহিরে নিয়ে আরেক দফায় তাকে মারধর করা হয়। পরে স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে ওই যুবককে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া বলেন, খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিজিৎ তার নাম ঠিকানা বলতে পারলেও তাকে স্বাভাবিক মনে হয় নি। তিনি মানুষিকভাবে বিপর্যস্ত বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, এধরনের ঘটনা সম্পর্কে হাসপাতাল কতৃপক্ষ কিংবা কোন ভুক্তভোগী অভিযোগ দায়ের করে নি। কিন্তু পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে। 

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, বিষয়টি আমাদের জানা নেই। এমনকি ইমার্জেন্সি মেডিকেল অফিসারও কিছু জানান নি। হাসপাতাল স্টাফের কোন গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

টিএইচ

News