
ছবি: বিজনেস আই
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (বাপিডিপ্রকৌস) কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচন (১৪৩২–১৪৩৪ বাংলা ট্রাম) সম্পন্ন হয়েছে। নির্বাচনে রায়হান-আনিস-মিজান-ইউনুছ-এনামুল প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এই নির্বাচনে ময়মনসিংহ অঞ্চল থেকে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. শামীম আল মামুন।
এই বিজয় উপলক্ষে বাপিডিপ্রকৌস ময়মনসিংহ জেলা কমিটির পক্ষ থেকে গত ১৩ মে (মঙ্গলবার) বিকালে ময়মনসিংহ জেলা কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী মুহাম্মদ শাহাদত হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ, সহকারী প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন, মোহাম্মদ নাজমুল হুদা, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদসহ অনেকে।
আলোচনা শেষে মো. শামীম আল মামুনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নির্বাচিত প্যানেলের সকল সদস্যকে ময়মনসিংহ জেলা কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, ১০ মে গৃহায়ণ ও গণপূর্ত ভবনে অনুষ্ঠিত এই নির্বাচনে রায়হান-আনিস-মিজান-ইউনুছ-এনামুল প্যানেল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে।
ইউ