ঢাকা,

১৯ মে ২০২৫


গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল

বিজনেস আই ডেস্ক

প্রকাশিত হয়েছে: ২১:৫১, ১৮ মে ২০২৫

গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল।

রবিবার (১৮ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে দক্ষিণ কমান্ডের সেনারা উত্তর ও দক্ষিণ গাজায় প্রবেশ করেছে।

আইডিএফ দাবি করেছে, গত এক সপ্তাহে হামাসের ৬৭০টি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গপথ এবং ট্যাংক বিধ্বংসী স্থাপনা। এই হামলায় হামাসের বহু যোদ্ধা ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে গাজা থেকে সরে যেতে হবে এবং তাদের হাতে কোনো অস্ত্র থাকতে পারবে না—এটাই যুদ্ধবিরতির পূর্বশর্ত। তিনি জানান, এই শর্তগুলো নিয়েই দোহায় কাতার-মধ্যস্থ আলোচনায় অংশ নিচ্ছে ইসরায়েলি প্রতিনিধিদল।

গেল ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫৩ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার। হতাহতদের মধ্যে অন্তত ৫৬ শতাংশ নারী ও শিশু বলে জানিয়েছে আলজাজিরা ও টাইমস অব ইসরায়েল।

ইউ

News