ঢাকা,

১৮ মে ২০২৫


ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১২:৩৮, ১৮ মে ২০২৫

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এই হামলাকে তারা একটি ‘গুণগত সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

হুতিদের পক্ষ থেকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই অভিযান লক্ষ্য অর্জন করেছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ওই সময় কেন্দ্রীয় ইসরায়েলের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

হুতি বিদ্রোহীরা গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যদিও তারা যুক্তরাষ্ট্রের জাহাজের ওপর হামলা বন্ধে সম্মত হয়েছে।

ইসরায়েলও ইয়েমেনে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। গত ৬ মে সানার প্রধান বিমানবন্দর ইসরায়েলি হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ হামলার ঘটন্যায় বেশ কয়েকজন নিহত হন।

টিএইচ

News