ঢাকা,

১৪ মে ২০২৫


টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ২১:৩০, ১২ মে ২০২৫

টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসের উদ্দিন খান পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

সভায় জেলার আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশ ও যৌথ বাহিনীর ভূমিকা, তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং নানা দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন

টিএইচ

News