ঢাকা,

১৪ মে ২০২৫


আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি-ট্রেজারারকে অব্যাহতি

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ০০:১৪, ১৪ মে ২০২৫

আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি-ট্রেজারারকে অব্যাহতি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মানুন-অর-রশীদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

ভিসি প্রত্যাহারের ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করেন। এই সময় তাদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এর আগে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশনের পাশাপাশি ঢাকা-কুয়াকাটা বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা হেঁটেই পার হন সড়কটি।

পূর্ব ঘোষণা অনুযায়ী আল্টিমেটামের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে আজ মঙ্গলবার বিকেল ৫টায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। অন্যদিকে, আমরণ অনশনে বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

এর আগে গতকাল সোমবার রাত ১১টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একটি অংশও অবস্থান নেয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে গত ৪ মে থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

টিএইচ

News