ঢাকা,

১৪ মে ২০২৫


ঋণ বা টাকা ছাপিয়ে বাজেট নয়: অর্থ উপদেষ্টা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:২০, ১৩ মে ২০২৫

ঋণ বা টাকা ছাপিয়ে বাজেট নয়: অর্থ উপদেষ্টা

ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে কিংবা টাকা ছাপিয়ে সরকার বাজেট দেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, ‘বড় বড় মেগা প্রজেক্টে ধার করে বা ডেফিসিট দিয়ে, এগুলো করব না। ব্যাংক থেকে বড় ঋণ করে বা টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না। কিছুটাতো ডেফিসিট থাকবে। এটা নিয়ে আমরা নেগোশিয়েট করছি আইএমএফের সাথে, বিশ্বব্যাংকের সাথে প্রজেক্টের ব্যাপারে। সেটা মোটামুটি এখন সাকসেসফুল আমাদের জন্য।’ 

সালেহউদ্দিন জানান, বাজেটকে মোটামুটিভাবে বাস্তবায়ন করা হবে। বড় কোনো ঘাটতি নিয়ে বাজেট করা হবে না। 

ক্রয় কমিটির বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে উপদেষ্টা জানান, প্রতি লিটার ১৬১ টাকা দরে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে এই তেল কিনতে ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা।

টিএইচ

News