ঢাকা,

০৯ মে ২০২৫


মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: গভর্নর

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৯:৫৩, ৮ মে ২০২৫

মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: গভর্নর

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আশাবাদ ব্যক্ত করেছেন, সঠিক নীতিমালার প্রয়োগের মাধ্যমে দেশের মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা সম্ভব। তিনি বলেন, শুধু টাকা ছাপালে মূল্যস্ফীতি কমবে না, বরং এ বিষয়ে সরকার ও ব্যাংকিং খাতকে কঠোর অবস্থান নিতে হবে।

বৃহস্পতিবার (৮ মে) বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত “ব্যাংকার, এসএমই ও নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর।

তিনি বলেন, `আমরা যদি একদিকে টাকা ছাপাই আর অন্যদিকে বলি মূল্যস্ফীতি কমে না কেন, তাহলে তো সেটা বাস্তবসম্মত হবে না। ধাপে ধাপে সঠিক কৌশলের মাধ্যমে আমরা মূল্যস্ফীতি কমিয়ে আনবো। ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ চলছে।'

গভর্নর শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরে বলেন, `স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ব্যাংকিং শিক্ষা দিতে হবে, যাতে তারা ছোটবেলা থেকেই সঞ্চয় ও আর্থিক লেনদেনের বিষয়ে সচেতন হয়।'

নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে তিনি বলেন, `নারীদের ঋণ পেতে এখনও অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও বাস্তব চিত্র ভিন্ন। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রকে নারীদের আরও বেশি সহযোগিতা করতে হবে।'

ড. মনসুর আরও জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কার্যকর ব্যবস্থা নিচ্ছে, যার মধ্যে ঋণ বিতরণে সচেতনতা বৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাও রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রভাব দেশের অর্থনীতিতে পড়ে থাকলেও বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন নীতিগত পদক্ষেপ নিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

ইউ

News