
ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি নিয়মিত সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই খবর জানিয়েছে।
তিনি দাবি করেন, গতরাতে ভারতীয় ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে প্রবেশ করেছিল। লাহোর, চাকওয়াল, বাওয়ালপুর, অ্যাটক, রাওলাপিন্ডি, গুজরানওয়াল এবং করাচির আকাশ থেকে এগুলো ধ্বংস করা হয়েছে।
তবে লাহোরে একটি ড্রোন ধ্বংস হওয়ার আগে কিছুটা হামলা চালাতে সক্ষম হয় বলে জানিয়েছেন তিনি। ওই ঘটনায় চার সেনা কর্মকর্তা সামান্য আহত এবং কিছু সরঞ্জাম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযান। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ। এরপর থেকেই প্রতিবেশী রাষ্ট্রদুটোর মধ্যে যুদ্ধাংদেহী মনোভাব প্রকট হচ্ছে।
পাকিস্তান সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে বলে হুঁশিয়ার করেছেন লে. জে. চৌধুরি। ভারতের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি তারা গুরুত্বের সাথে সামলাবেন।
টিএইচ