ঢাকা,

০৯ মে ২০২৫


ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর

বিজনেস আই ডেস্ক

প্রকাশিত হয়েছে: ১৯:০৫, ৮ মে ২০২৫

আপডেট: ১৯:০৬, ৮ মে ২০২৫

ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর

ছবি সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর অন্তত ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা সদস্যকে হত্যা করার দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার।

বৃহস্পতিবার (৮ মে) দেশটির গণমাধ্যম ডন এক প্রতিবেদনে রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানায়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সেনাবাহিনী ভারতের একাধিক সামরিক স্থাপনাও ধ্বংস করেছে।’ তবে এই দাবির পক্ষে এখনো কোনো স্বতন্ত্র সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানে তাদের বিমান হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। পহেলগাম হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজনাথ সিং আরো বলেন, ভারতের এই অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং দেশটি যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত।

বিশ্লেষকরা বলছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন উত্তপ্ত অবস্থান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকেও দুই পক্ষকে সংযমের আহ্বান জানানো হচ্ছে।

ইউ

News