ঢাকা,

০৮ মে ২০২৫


বাজারে এলো ‘৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু’

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২১:০১, ৭ মে ২০২৫

বাজারে এলো ‘৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু’

ছবি সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টিস্যু তাদের নতুন পণ্য ‘৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স (বিআিইএইচকিউ)-এর লেভেল-৫ এর ট্রেনিং হলে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন এই টয়লেট টিস্যুটি তিনটি স্তরে (৩-প্লাই) প্রস্তুত করা হয়েছে, যা অতিরিক্ত মসৃণতা, দৃঢ়তা এবং শোষণ ক্ষমতা নিশ্চিত করে। আধুনিক জীবনের স্বাস্থ্যবিধি ও আরামের কথা মাথায় রেখে এটি প্রিমিয়াম মানের একটি পণ্য হিসেবে বাজারে আনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার (সিএসও) মোহাম্মদ মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (মার্কেটিং, সেক্টর-সি) মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং, সেক্টর-সি) ইমরানুল কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ‘বসুন্ধরা টয়লেট টিস্যু ৩-প্লাই’ টিস্যু বাজারে নতুন একটি মানদণ্ড স্থাপন করবে এবং প্রতিদিনের ব্যবহারে ভোক্তাদের গুণগত ও আরামদায়ক অভিজ্ঞতা দেবে।

ইউ

News