ঢাকা,

৩০ মে ২০২৫


প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিবালয় কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:১৭, ২৮ মে ২০২৫

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিবালয় কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত

ছবি সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সচিবালয় কর্মচারীদের দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে তার জাপান সফর শেষে এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ।

বুধবার (২৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের জানান, ‘কর্মচারীদের বক্তব্য এবং গতকালের আলোচনার সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধান উপদেষ্টার মতামত প্রয়োজন।’

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চার দিনের সফরে জাপানে রয়েছেন। তিনি ৩১ মে দেশে ফিরবেন বলে জানা গেছে।

এর আগে ২৭ মে (মঙ্গলবার) বিকালে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভূমি সচিব ছাড়াও আরও পাঁচজন সচিব অংশ নেন।

বৈঠকের পর জানানো হয়, আলোচনার সুযোগ দিতে আন্দোলন বুধবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। রবিবার সরকার এটি গেজেট আকারে প্রকাশ করলে সচিবালয়ের কর্মচারীরা তীব্র প্রতিবাদ শুরু করেন।

চার দিন ধরে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। এতে প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটছে। আন্দোলনরত কর্মচারীরা দেশব্যাপী কর্মচারীদের এই দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

ইউ

News