ঢাকা,

২৪ মে ২০২৫


কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা অসম্ভব: ড. দেবপ্রিয়

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:২২, ২৪ মে ২০২৫

কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা অসম্ভব: ড. দেবপ্রিয়

ফাইল ছবি

‘নিয়ন্ত্রক সংস্থা ও কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (২৪ মে) ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে পুঁজিবাজার নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘পুঁজিবাজার একা চলতে পারে না, যদি সহায়ক প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে না চলে। বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।’

তিনি জানান, বর্তমানে পুঁজিবাজারের অর্থনীতিতে প্রভাব হ্রাস পেয়েছে। বাজারের জন্য পুঁজি সংগ্রহ ও বাজারে গতি আনাই এখন মূল চ্যালেঞ্জ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সঙ্গে কর্মসংস্থানের সামঞ্জস্য রেখে বাজার এগোচ্ছে কী না-তা বিশ্লেষণ করা জরুরি।

পুঁজিবাজারে অতীতের লুটপাট প্রসঙ্গে ড. দেবপ্রিয় বলেন, ‘২০১০-১১ সালে বাজার থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়, যার মধ্যে ১৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। এসব ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অনেক পদক্ষেপ ছিল উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি বলেন, ‘লুটপাটের বিচার না হলে পুঁজিবাজারে আস্থা ফেরানো যাবে না। রাজনৈতিক প্রভাব, সিন্ডিকেট এবং কারসাজির মাধ্যমে বাজারকে নষ্ট করা হয়েছে। কেউ শাস্তি পায়নি, বরং বিনিয়োগকারীরা নিঃস্ব হয়েছেন।’

দেবপ্রিয় বলেন, ‘পুঁজিবাজারে শেয়ারের দাম কারসাজির মাধ্যমে বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি এমন প্রতিষ্ঠানকেও লিস্টিং করা হয়েছে যার কোনো অস্তিত্বই নেই।’

তিনি আরো বলেন, ‘পুঁজিবাজারে টোটকা দিয়ে কাজ হবে না। এর প্রভাব পড়ছে অর্থনীতির ওপর। তখন কোনো আইপিও আসেনি, বাজার ছিল স্থবির।’

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজেটে আলাদা প্যাকেজ প্রয়োজন বলে মত দেন তিনি। তিনি পাঁচটি সুপারিশ উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে:

১। কাঠামোগত সংস্কার ও নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী করা

২। বিদেশি বিশেষজ্ঞের ওপর অপ্রয়োজনীয় নির্ভরতা পরিহার

৩। দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টি

৪। বর্তমান অচলাবস্থা কাটিয়ে ওঠা

৫। অংশগ্রহণমূলক ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ

তিনি বলেন, ‘পুঁজিবাজারকে গতিশীল করতে চাইলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে।’

সেমিনারে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

ইউ

News