ঢাকা,

২৪ মে ২০২৫


টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ নারী আটক

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার থেকে

প্রকাশিত হয়েছে: ১৮:৩৮, ২৪ মে ২০২৫

আপডেট: ১৮:৩৯, ২৪ মে ২০২৫

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ নারী আটক

ছবি: বিজনেস আই

কক্সবাজারের টেকনাফ থেকে ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।

শনিবার (২৪ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক। আটক ছেনুয়ারা বেগম (৪৮), টেকনাফ মুন্ডার ডেইল পশ্চিম সাগরপাড়ের শামসুল আলম প্রকাশ শুক্কুরের স্ত্রী।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ হাজার ইয়াবা ও একটি বাটন ফোনসহ একজনকে আটক করতে সক্ষম হয়।

আটক মাদকারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব ১৫ এর সহকারি পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

ইউ

News