
কক্সবাজার শহরের নাজিরারটেক উপকূলবর্তী সাগরপথে ট্রলার যোগে মিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২৪ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
আটকরা হলেন, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মো. আরাফাত (৩০), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. ইব্রাহিম (২৬), টেকনাফ উপজেলার মমতাজ আহমদ (৫০) এবং উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।
লে. কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, শনিবার ভোর রাতে কক্সবাজার শহরের নাজিরারটেক সংলগ্ন উপকূলবর্তী সাগরে একটি মাছ ধরার ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। সাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় ট্রলারটি দেখে কোস্টগার্ড সদস্যদের সন্দেহ জাগে। এতে ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দিলে চালক দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়।
পরে সাগরে ট্রলারটিকে ঘণ্টাব্যাপী ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। এসময় ট্রলারে থাকা ৫ জন পাচারকারিকে আটক করা হয়েছে। পরে ট্রলারটি তল্লাশি করে পাওয়া যায় ৩৪০ বস্তা সিমেন্ট। আটকরা জানিয়েছে, শুল্ক কর ফাঁকি দিয়ে সাগরে চোরাইপথে এসব সিমেন্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচার করছিল।
জব্দ করা সিমেন্ট ও ট্রলার কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা।
টিএইচ