ঢাকা,

২৫ মে ২০২৫


উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২২:৪৩, ২৪ মে ২০২৫

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে আমরা প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।’

বিএনপি নেতা ড. মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগের সময় যেসব অন্যায় ও নিপীড়ন হয়েছে, তার সবচেয়ে বড় শিকার আমাদের নেতাকর্মীরাই-পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে। সেজন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ার দাবি সবচেয়ে বেশি বিএনপির পক্ষ থেকেই এসেছে।’

তিনি আরও বলেন, ‘এই বিচার অসম্পূর্ণ থাকলে বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচারব্যবস্থার মাধ্যমে পূর্ণাঙ্গ বিচার সম্পন্ন করবে।’

সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে ড. মোশাররফ বলেন, ‘বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচন আয়োজন করা। কোনো অজুহাতে নির্বাচন বিলম্বিত হলে আবারও স্বৈরাচারের ফিরে আসার পথ প্রশস্ত হবে। এর দায় তখন বর্তমান সরকার এবং তাদের সহযোগীদের ওপরই বর্তাবে।’

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। বরং আমরা শুরু থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি, যাতে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়া নিশ্চিত হয়।’

বৈঠকে বিএনপির আরো কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সরকার ও বিরোধী রাজনৈতিক দলের মধ্যে চলমান সংলাপ এবং রাজনৈতিক সমঝোতার প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউ

News