
আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে জড়িতদের দ্রুততম সময়ে বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করছে চট্টগ্রামের ছাত্রজনতা।
বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে চট্টগ্রামের নিউমার্কেটে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়, যা এখনও চলছে।
এই সময় বিক্ষোভকারীরা- ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং গণহত্যার দায়ে তাদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হবে আমরা ঘরে ফিরবো না।’
তারা আরও বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেমন আওয়ামী লীগের দোসর ও গণহত্যার মদদ দিয়েছিল তেমনি বর্তমান রাষ্ট্রপতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গী ছিল। আমরা অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চাই।’
টিএইচ