ঢাকা,

০৯ মে ২০২৫


আ. লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ০৪:০৬, ৯ মে ২০২৫

আ. লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এই সময় পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যানবাহনের সারি তৈরি হয়।

এই সময় গণতান্ত্রিক ছাত্রসংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘দিনে দিনে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। একই সাথে জুলাইয়ের বিপ্লবীদের মৃত্যু আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে। আমরা ইন্টেরিমকে (অন্তর্বর্তী সরকার) বলতে চাই, টালবাহানা না করে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

যদি নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা জুলাইয়ের মতো করে আইন হাতে তুলে নেব।’

এই সময় বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে নাকি দেশে রাজনীতি করতে দেওয়া হবে। আমরা স্পষ্ট বলতে চাই, ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন, আমরাও প্রয়োজনে জীবন দেব, তবু বাংলার মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেব না।’

তিনি বলেন, ‘কেউ যদি আঁতাত করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে চান, তার ও পরিণতি স্বৈরাচার শেখ হাসিনার মতোই হবে।

আমরা আজকের সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের সন্ত্রাসী যারা এখনো বাইরে রয়েছেন, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেন।’

 

টিএইচ

News