
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।
ওই পোস্টে সিবগাতুল্লাহ লিখেছেন, ‘যমুনায় আসতেছি। দেশের মানুষের জন্য আমরা আছি, ইনশাআল্লাহ।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক ফেসবুক পোস্টে লেখেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট জুলাইকে হেরে যেতে দেব না। আমাদের লক্ষ্য চূড়ান্ত বিপ্লব। ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার রাত ১০টার দিকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে কর্মসূচি শুরু হয়।
রাত সাড়ে ১২টার দিকে এতে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ অন্য নেতাকর্মীরা।
টিএইচ