ঢাকা,

০৯ মে ২০২৫


পবিত্র শবে কদর বৃহস্পতিবার

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২১:৫৪, ২৬ মার্চ ২০২৫

আপডেট: ২১:৫৪, ২৬ মার্চ ২০২৫

পবিত্র শবে কদর বৃহস্পতিবার

ফাইল ছবি

২৭ মার্চ (বৃহস্পতিবার) পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এদিন সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী, যা সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হবে।

মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। পবিত্র শবে কদরের রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে আল্লাহর নৈকট্য লাভ এবং তাঁর রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত অর্জন করতে বিশেষ ইবাদত-বন্দেগী করবেন।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল, যা এই রাতকে আরো বিশেষ মর্যাদা দিয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে মসজিদসহ বাসা-বাড়িতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে ইবাদত করবেন।

পবিত্র শবে কদর উপলক্ষে পরদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হবে।

দেশের সব মসজিদে তারাবির নামাজের পর থেকে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওসমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। সংবাদপত্রগুলোতেও বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে।

ইউ

News