
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা চরমোনাই দরবারে গেছেন। গতকাল সোমবার (১৪ জুলাই) তারা চরমোনাই দরবারে পৌঁছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন।
ইসলামী আন্দোলনের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল সোমবার রাত ৯টায় নাহিদ ইসলামসহ উল্লেখযোগ্যসংখ্যক নেতা চরমোনাই দরবারে পৌঁছেন। তাদের অভ্যর্থনা জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম।
এই সময় চরমোনাই মাদরাসার সহস্রাধিক ছাত্র স্লোগান দিয়ে অতিথিদের স্বাগত জানান।’
তিনি আরো বলেন, ‘অতিথিরা চরমোনাইর মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করিম।’
নাহিদ ইসলাম জানান, চরমোনাই মাদরাসা দেখতে এবং কবর জিয়ারত করতে তারা সেখানে গেছেন।
চলমান পদযাত্রায় তারা যেসব জেলায় যান, সেখানকার ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় তারা চরমোনাই দরবারে গেছেন।
আগামীতে একসাথে নির্বাচন করবেন কি না এ প্রশ্নে ফয়জুল করিম জানান, দেশের যেকোনো ভালো ইস্যুতে তাঁরা একসাথে পথ চলবেন। সেটা নির্বাচন কিংবা যেকোনো বিষয় হতে পারে।
কে এম শরিয়ত উল্লাহ জানান, নাহিদ ইসলামসহ অন্যরা গতকাল সোমবার রাত ১১টায় বরিশাল নগরীতে ফিরে গেছেন। সারজিস আলম চরমোনাইয়ে রাতযাপন করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে ভোলায় এবং বিকেলে বরিশাল নগরীতে এনসিপির পথযাত্রা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতারা।
টিএইচ