ঢাকা,

১৬ জুলাই ২০২৫


মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেলেন সাংবাদিক লুতফুর জামান

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা

প্রকাশিত হয়েছে: ২৩:২৯, ১৫ জুলাই ২০২৫

মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেলেন সাংবাদিক লুতফুর জামান

আসাদুজামান তালুকদার: মঙ্গলবার (১৫ জুলাই) নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের রায়ে মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেলেন সাংবাদিক লুতফুর জামান ফকির। 

প্রসঙ্গত, বিগত সময়ে নেত্রকোণায় চোরাচালানের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক লুতফুর জামান ফকিরকে মিথ্যা ধর্ষণ মামলা দেয় তৎকালীন নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ কতিপয় চোরাকারবারি সিন্ডিকেটের সাথে জড়িত পুলিশ কর্মকর্তারা।

সেসময় থেকেই মামলাটি মিথ্যা দাবি করে সরব ছিলেন নেত্রকোণার সচেতন সাংবাদিকরা। প্রসঙ্গত, লুতফুর জামান ফকির সাবেক একজন সেনা সদস্য। সেনাবাহিনীতে চাকরির শেষে তিনি সাংবাদিকতায় যোগ দেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতার শুরুতেই তার সৈনিক জীবনের সাহসী দৃষ্টিভঙ্গি থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দুর্গাপুর কলমাকান্দা উপজেলার চোরাকারবারি সিন্ডিকেট, অস্ত্র চোরাচালানসহ স্পর্শকাতর বিষয়ে বেশকয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সরকার অনুমোদিত ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন রুপসী বাংলা টিভিতে। তখনকার সময়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী, রাজনীতিবিদ চোরাকারবারি সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত ছিল। সেসব বিষয় ফাঁস হওয়ায় প্রশাসন চাপে পরে সাংবাদিক লুতফুর জামান ফকিরকে মিথ্যা, বানোয়াট মামলা দেয়। এমনকি পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতন করা হয় বলেও জানান তিনি। 

অবশেষে আজ নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক(জেলা ও দায়রা জজ) মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় সাংবাদিক লুতফুর জামানকে বেকসুর খালাস হিসেবে মুক্তি দেন। 

টিএইচ

News