ঢাকা,

১৬ জুলাই ২০২৫


কক্সবাজারে মসজিদের জমি বিরোধ নিয়ে হামলা, বিএনপি নেতার মৃত্যু 

মোহাম্মদ খোরশেদ, কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ২৩:২৭, ১৫ জুলাই ২০২৫

কক্সবাজারে মসজিদের জমি বিরোধ নিয়ে হামলা, বিএনপি নেতার মৃত্যু 

ফাইল ছবি

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে মসজিদের জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হওয়া গুরুতর আহত রহিম উদ্দিন সিকদার (৪৫) নামের এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান আহতের বড় ভাই ভারুয়া খালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার ।

নিহত রহিম উদ্দিন সিকদার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

ঘটনার বিষয়ে নিহতের বড় ভাই ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার জানান, গত রবিবার (১৩ জুলাই) রাতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে স্থানীয় মশরফ পাড়ার এলাকার একদল হামলাকারী তার ভাই রহিম উদ্দিন সিকদার সহ পরিবারের উপর হামলা চালায়।

হামলায় নেতৃত্ব দেয় কক্সবাজার পৌরসভার ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ  আল নোমান। হামলায় অংশগ্রহণ করেন তার জামাই  মিজান, সহযোগী নোমান এর বড় ভাই  মুজিব ও এনামসহ আরও বেশ কয়েকজন।

তারা অতর্কিতভাবে দা  লাঠি, রড ও দেশীয় বিভিন্ন  অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন শফিকুর রহমান সিকদার ।

গুরুতর আহত অবস্থায় রহিম উদ্দিনসহ অন্যান্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রহিম উদ্দিনকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের মৃত্যুতে ভারুয়াখালীসহ গোটা কক্সবাজার বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান বলেন,' সংঘটিত ঘটনার বিষয়ে পুলিশ অবগত আছে। এর মধ্যে আহত একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। 

এখনো পর্যন্ত এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায়  থানায় কোনো মামলা রেকর্ড হয়নি বলে জানান অফিসার ইনচার্জ ।

টিএইচ

News