ঢাকা,

২৯ মে ২০২৫


কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে যৌন হয়রানি, গ্রেফতার ৫

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার থেকে

প্রকাশিত হয়েছে: ১৮:২৯, ২৭ মে ২০২৫

আপডেট: ১৮:৩০, ২৭ মে ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে যৌন হয়রানি, গ্রেফতার ৫

ছবি: বিজনেস আই

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে কক্সবাজার  ট্যুরিস্ট পুলিশ।  

মঙ্গলবার (২৭ মে) ভোরে তাদেরকে  গ্রেফতার করা হয়। এরা হলেন- আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪),  আকিব (২০)  জিন মিয়া (১৭) ও  আমিনুল হোসেন (১৮)। তাদের বাড়ি  কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। 

ভুক্তভোগীর বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ সাংবাদিকদের জানান, ভোররাত ৩টার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতের  ঘুরতে বের হয়েছিলেন সানজিদা আক্তার (২০) নামের এক নারী পর্যটক এবং তার স্বামী। হঠাৎ করেই ৫ জন যুবক তাদের ঘিরে ফেলে  এবং নানা অজুহাতে কথা বলা শুরু করে দেন। একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেয়ার চেষ্টা করলে সানজিদা চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।

এ সময় সমুদ্র সৈকতে টহলরত  ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে ৫ জনকে গ্রেফতার করে ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে নিয়ে যান। এছাড়াও তাদের সঙ্গে থাকা সাবিক (১৮) ও ওয়ালিদ (২৫) নামের দুইজন পলাতক রয়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত।

মো. আপেল মাহমুদ আরো বলেন, 'পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছি। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। সৈকতে পর্যটকদের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। ওই পাঁজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

ইউ

News