
ছবি সংগৃহীত
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আন্দোলনকারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
শনিবার (২৪ মে) দুপুরে ঢাকাবাসীর ব্যানারে ডিএসসিসি শ্রমিক ইউনিয়নের চলমান আন্দোলনের সময় মুঠোফোনে যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন। সাবেক সচিব ও ঢাকাবাসীর সমন্বয়কারী মশিউর রহমানের ফোনে বক্তব্য প্রদান করেন ইশরাক।
ইশরাক বলেন, ‘আমরা সরকারকে সময় দিয়েছিলাম। মাঝে শুক্রবার থাকায় কোনো কার্যক্রম হয়নি। আজ আরও একদিন সময় দিচ্ছি। এর মধ্যে যার যার দায়িত্ব রয়েছে, তা যেন সঠিকভাবে পালন করেন।’
তিনি বলেন, ‘সামনে কুরবানির ঈদ। এই ঈদের পর রাজধানী যেন পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য থাকে, সে দায়িত্ব আমাদের সবার। সরকার যতই ব্যর্থ হোক, আমরা যেন নিজেদের দায়িত্বে অবহেলা না করি।’
তিনি আরও বলেন, “আশা করি, আপনারা যে ন্যায্য দাবিতে আন্দোলন করছেন, তার দ্রুত সমাধান মিলবে। আমরা একে অপরের পাশে থাকলে কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না।”
এর আগে ২২ মে (বৃহস্পতিবার) কাকরাইল মোড়ে যমুনার সামনে অবস্থান কর্মসূচি থেকে ইশরাক হোসেন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। শর্ত ছিল, এ সময়ের মধ্যে তাকে মেয়র হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা করতে হবে।
সময়ের মধ্যে কোনো উদ্যোগ না নেয়ায় শনিবার সকাল থেকে নগর ভবনের প্রধান ফটক তালাবদ্ধ রাখেন আন্দোলনকারীরা। ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনের সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন।
ইশরাকের সমর্থকদের এই আন্দোলন এবং কোরবানির ঈদের প্রাক্কালে শহরের পরিচ্ছন্নতা বিষয়ে তার নির্দেশনাকে আন্দোলনকারীদের জন্য একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা নগরবাসীর সহানুভূতি অর্জনে সহায়ক হতে পারে।
ইউ