
ছবি সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উৎসবের আগেই সরকারি-বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।
শনিবার (১৭ মে) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীরা অবস্থান শুরু করেন। তারা দাবী জানান, এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও অনেক শিক্ষকের গত কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে, এবং তাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করা হচ্ছে না। এর পাশাপাশি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দেওয়ারও দাবি উঠেছে।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকেরা জানান, দাবিগুলি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হলে তারা অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এ বিষয়ে নড়াইলের বলরাটোপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল বাসার বলেন, “আমি এপ্রিল মাসের বেতন পাইনি। অনেক শিক্ষক আছেন যারা দু-তিন মাস ধরে বেতন পান না। আমাদের বেতন বকেয়া রাখা যাবে না, যথাসময়ে বেতন দিতে হবে। আমাদের দাবি যৌক্তিক, এবং সেই জন্যই আমরা আন্দোলন করছি।”
এ আন্দোলনে সারাদেশ থেকে দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছেন।
ইউ