ঢাকা,

১৮ মে ২০২৫


৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৯:১০, ১৭ মে ২০২৫

৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

ছবি সংগৃহীত

ঢাকার সরকারি সাত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে পাঁচ দফা দাবি তুলে ধরে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এসব কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ১৮ মে (রবিবার) মধ্যে দাবি পূরণ না হলে ১৯ মে (সোমবার) থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (১৭ মে) বিকাল ৪টায় ইডেন মহিলা কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেয়া হয়। সম্মিলিত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার।

জাফরিন আক্তার বলেন, ‘আমরা আর রাজপথে নামতে চাই না। কিন্তু রাষ্ট্র বারবার আমাদের বাধ্য করছে। ১৮ মে (রবিবার) মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি না হলে, সোমবার থেকে আমরা আবার মাঠে নামবো।’

তিনি আরো বলেন, সাত কলেজের ঢাবি অধিভুক্তি বাতিলের পর ইউজিসি একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব দেয়, যা এখনো অনুমোদনের অপেক্ষায় আছে। প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি:
১. ১৮ মে (রবিবার) এর মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে।
২. প্রশাসক নিয়োগের পর সেশনজট নিরসন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং ফলাফল ও অতিরিক্ত ফি নিয়ে অসংগতির সমাধান করতে হবে।
৩. প্রশাসন গঠনের ২ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পদক্ষেপ নিতে হবে।
৪. আগামী ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো প্রকাশ করতে হবে।
৫. আগামী ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বরাদ্দ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো মেনে নেয়া না হলে শুধু রাজপথে আন্দোলনই নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিও নিতে তারা বাধ্য হবেন। আন্দোলনের পরবর্তী ধাপ পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও তারা জানিয়েছেন।

ইউ

News