ঢাকা,

১৮ মে ২০২৫


ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৩০, ১৭ মে ২০২৫

ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

ফাইল ছবি

ঢাকার কয়েকটি এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ১৮ মে (রবিবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা শহরের কচুক্ষেত সড়ক, জাহাঙ্গীর গেট এলাকা, মহাখালী ফ্লাইওভার এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর এবং সংশ্লিষ্ট অন্যান্য এলাকাগুলোতে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।

এ নিষেধাজ্ঞা জনশৃঙ্খলা রক্ষার জন্য এবং সাধারণ মানুষের চলাচল নিরাপদ রাখতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর থেকে জানানো হয়।

এছাড়া, এই নিষেধাজ্ঞা কার্যকরের পরবর্তী পরিস্থিতি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
 

ইউ

News