
ছবি সংগৃহীত
দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোট রোগীর মধ্যে অতি দরিদ্র ২০ শতাংশ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন।
সোমবার (৫ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিশনের সদস্যরা এ সুপারিশ তুলে ধরেন। তাদের মতে, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে হলে এই ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
কমিশনের সুপারিশ অনুযায়ী, এই ২০ শতাংশ অতি দরিদ্র রোগীর মধ্যে ১০ শতাংশকে চিকিৎসা দেবে সরকারি হাসপাতাল এবং বাকি ১০ শতাংশকে চিকিৎসা দিতে হবে বেসরকারি হাসপাতালে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এই সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নীতিমালা ও বাজেট সহায়তার দিকেও গুরুত্ব দিতে হবে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে এই ধরণের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা আরও অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ইউ