ঢাকা,

০৫ মে ২০২৫


কক্সবাজারের খুরুশকুলের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ 

মোহাম্মদ খোরশেদ, কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ১৯:১২, ৫ মে ২০২৫

কক্সবাজারের খুরুশকুলের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ 

কক্সবাজার শহরের খুরুশকুল ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় একটি মাছের ঘের থেকে আলি আকবর (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা  পুলিশ।

রোববার দিবাগত রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

তিনি জানান, নিহত আলি আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার ছেলে।

আল্লাহওয়ালা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেম জানান, আলি আকবর তাদের ঘেরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এসময় ওই যুবক  নৈশ প্রহরীকে দা দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে নৈশ প্লারহরীও লাঠি দিয়ে আঘাত করেন। এতে আলী চৌধুরী আকবর নামের ওই যুবক নিহত হন।

তবে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, আকবরকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোহেল  জানান, ওই যুবকের লাশ উদ্ধার হওয়ার স্থান ‘আল্লাহওয়ালা হ্যাচারি’তে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। একপর্যায়ে তারা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমের ওপরও হামলা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

ওসি ইলিয়াস খান জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে। উক্ত ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত চার কে আটক করছে মর্মে জানাগেছে।উক্ত ঘটনার জড়িত সন্দেহে পুলিশ স্হানীয় একজন এনসিপি নেতাকেও আটক করছেন বলে জানা গেছে। তবে পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন উক্ত এনসিপি নেতা জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। 

 

টিএইচ

News