ঢাকা,

১১ সেপ্টেম্বর ২০২৫


বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২৩:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস

বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন মির্জা আব্বাস।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য বাবু সুশীল বড়ুয়া, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

এতে উত্তর জেলা বিএনপি নেতা নুরুল আমিন, নুর মোহাম্মদ ও এডভোকেট আবু তাহেরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ হালিম প্রমুখ।

সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, এই নির্বাচনে বিএনপি হেরে গেছে, এটা আপনারা বলতে পারেন। কিন্তু আমি বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এতো ভোট কোথা থেকে আসলো। আমারতো হিসাবে মিলে না ভাই। আমি বলতে চাই না যে জামায়াত কারচুপি করেছে। আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের অভাস পাচ্ছি।

ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ডাকসু নির্বাচনে দু’টি কাজ হয়েছে। ২০০৮ সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং আবার ছাত্রলীগের ভোট।

মির্জা আব্বাস বলেন, বিএনপি একটিমাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ। মানুষের জান-মাল নিরাপদ। হয়তো বলতে পারেন, ৫ আগস্টের পর বিএনপির লোকেরা অনেক অত্যাচার করছে, ইত্যাদি ইত্যাদি। কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে। আবার জামায়াতের সঙ্গেও আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির ওপর আসছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন-বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারের জায়গা হবে না। যদি কারো বিরুদ্ধে এ ধরনের খবর আসে তাহলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

টিএইচ

News