ঢাকা,

০৮ সেপ্টেম্বর ২০২৫


নুরাল পাগলা মাজারে হামলা মামলায় গ্রেপ্তার ১১

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:১২, ৮ সেপ্টেম্বর ২০২৫

নুরাল পাগলা মাজারে হামলা মামলায় গ্রেপ্তার ১১

ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার মামলায় নতুন করে আরও চারজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৭ সেপ্টেম্বর (রবিবার) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারদের নাম:

  • নতুন করে গ্রেপ্তার: সাইফুল ইসলাম শুভ, সাগর ফকির, ফেরদৌস সরদার ও বিল্লু

  • এর আগে গ্রেপ্তার: মো. শাহিন সরদার, আবজাল সরদার, হিরু মৃধা, মাসুদ মৃধা, এনামুল হক জনি, জীবন কাজি ও অপু কাজি

ঘটনার বিবরণ:

  • গত শুক্রবার জুমার নামাজের পর তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করে নুরাল পাগলের দরবার শরিফে হামলা চালায়।

  • পাল্টা প্রতিরোধ করেন নুরাল পাগলের ভক্তরা।

  • সংঘর্ষে একজন নিহতশতাধিক আহত হন।

  • বিক্ষোভকারীরা দরবার শরিফে অগ্নিসংযোগ করে।

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপরও হামলা হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

মামলার তথ্য:

  • পুলিশের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার গভীর রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন।

  • এ মামলার অংশ হিসেবে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউ

News