ঢাকা,

০৮ সেপ্টেম্বর ২০২৫


“ কুমিল্লা ইস্পাহানিয়ানস অ‍্যালোমনী এসোসিয়েশন অনুমোদিত

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ০৯:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

“ কুমিল্লা ইস্পাহানিয়ানস অ‍্যালোমনী এসোসিয়েশন অনুমোদিত

কুমিল্লা সেনানিবাস ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সম্প্রতি গঠিত হয়েছে “ কুমিল্লা ইস্পাহানিয়ানস অ‍্যালোমনী এসোসিয়েশন (জিসিআই), যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তর কতৃক অনুমোদিত হয়েছে।

জিসিআই এর সচিব সাব্বির হাসান বলেন, কুমিল্লা ইস্পাহানিয়ানস অ‍্যালোমনী এসোসিয়েশন তথা জিসিআই গঠনের মূল লক্ষ্য হলো, ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের একত্রিত করা, তাদের সাফল্য, অর্জন সবার সাথে শেয়ার করা  এবং নতুন শিক্ষার্থীদের জীবনে সফল হতে উৎসাহী করা। তিনি আরো বলেন, ইস্পাহানি স্কুল এন্ড কলেজের যে সকল শিক্ষার্থীরা অভাব অনটনের কারনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারছে না এবং যে সকল শিক্ষার্থীরা শারীরিকভাবে অসুস্থ তাদের  সকলকে সেরা ও সহায়তা প্রদানে যেন বাকি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন সেই চেষ্টা অব্যাহত রাখা। এই উদ্দেশ্যে আমরা প্রাথমিকভাবে একটি পুনর্মিলনী করার সিদ্ধান্ত নিয়েছি  দেশের আনাচে কানাচে থাকা সকল শিক্ষার্থীদের নিয়ে ।

কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা আগামী ৪ঠা অক্টোবর,২০২৫ ইং তারিখ রোজ শনিবার জল সিঁড়ি গল্ফ ক্লাব, জল সিঁড়ি আবাসন এলাকা, পূর্বাচল, ঢাকা অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশনের জন্য +880 1713-033042  এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ২০শে সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
 

টিএইচ

News