
ফাইল ছবি
আগামী জাতীয় নির্বাচনে ফিরছে ‘না’ ভোটের সুযোগ। পাশাপাশি নির্বাচন কমিশন চাইলে সব আসনের ফল বাতিল ও পুনঃভোটের ব্যবস্থা করতে পারবে।
সোমবার (১১ আগস্ট) নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
প্রধান সিদ্ধান্তগুলো:
-
ইভিএম বাতিল – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না।
-
‘না’ ভোট পুনঃপ্রবর্তন – একজন প্রার্থী থাকলেও বিনা ভোটে নির্বাচিত হওয়া যাবে না।
-
৩০০ আসনের ফল বাতিলের ক্ষমতা – প্রয়োজনে সব আসনের ফল বাতিল করে পুনঃভোটের আয়োজন করতে পারবে ইসি।
-
সমান ভোটে লটারির বদলে পুনঃভোট – সমান ভোট পড়লে পুনরায় ভোট হবে।
-
জোটগত নির্বাচন নিয়ম – জোটে অংশ নিলেও প্রতিটি দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে।
-
আইন প্রয়োগকারী হিসেবে সেনাবাহিনী – সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার আওতায় আনা হয়েছে।
-
হলফনামায় মিথ্যা তথ্যের শাস্তি – নির্বাচনের পরও তদন্ত করে মিথ্যা তথ্য দিলে এমপি পদ বাতিল করতে পারবে ইসি।
পটভূমি:
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ‘না’ ভোট চালু হয়। তখন ব্যালট পেপারের সর্বশেষ প্রার্থীর স্থানে লেখা থাকত ‘ওপরের কাউকে নয়’ এবং প্রতীক হিসেবে ‘ক্রস’ (ঢ) ব্যবহার করা হতো। সে নির্বাচনে মোট ৬ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ২১০ ভোটের মধ্যে ৩ লাখ ৮২ হাজার ৪৩৭টি ছিল ‘না’ ভোট।
ইউ