ঢাকা,

০১ সেপ্টেম্বর ২০২৫


গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা জন্য চরম হুমকিস্বরূপ: এমএসএফ এর প্রতিবেদন

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৩৫, ৩১ আগস্ট ২০২৫

গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা জন্য চরম হুমকিস্বরূপ: এমএসএফ এর প্রতিবেদন

দেশের গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা জন্য চরম হুমকিস্বরূপ।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা তথা সাংবাদিকতা এবং মত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার ঘটনায় একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ফেনীতে ৫ জন সাংবাদিককে হামলা ও হত্যার পরিকল্পনা, হত্যার হুমকি প্রদান করা হয়েছে ২ জন সাংবাদিককে, ১১ জন সাংবাদিক উপর হামলা চালিয়ে গুরুতর আহত করা, নানাভাবে হুমকি প্রদান করা হয়েছে ৪৫ জন সাংবাদিককে। এ মাসে সাংবাদিকদের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছে। যেখানে ৩৩ জন সাংবাদিককে আসামি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ২ জন সাংবাদিককে। 

আজ রবিবার ( ৩১ আগস্ট) এমএসএফ আগস্ট এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে,  মানবাধিকার লংঘনের ঘটনায় এ মাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি উন্মোচন ও সত্য প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের হত্যা, হত্যার পরিকল্পনা, প্রাণনাশের হুমকি, হামলায় আহত, ভয়ভীতির পাশাপাশি মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। যা পেশাগত দায়িত্ব পালনকালে সত্য তুলে ধরার ক্ষেত্রে পদে পদে বাধা।  চরম বিপদের মুখোমুখি ফেলছেন দেশের সাংবাদিকদের। সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মত ঘটনার ঘটেই চলেছে। চিন্তা, বিবেক ও মত প্রকাশে স্বাধীনতায় বিশ্বাসীদের ওপর হামলার ঘটনা ঘটছে। 

উদাহরণ হিসেবে বলা যায়, মঞ্চ ৭১ নামের একটি সংগঠন গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে পন্ড করে দেওয়া হয়। এরপর পুলিশ হেফাজতে থাকা সাবেক সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালিয়ে শিক্ষক ও সাংবাদিকসহ ১৪ জনকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখানো হয়েছে। গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা না হলে গণতান্ত্রিক রাষ্ট্রের ভবমূর্তি প্রশ্নবিদ্ধ থেকেই যাবে।

দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী আগস্ট, ২০২৫ সময়ে মানবাধিকার লংঘনের ঘটনা পর্যালোচনা করে আরো দেখা যায়, এ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকালে গোলাগুলিতে একজন ছাদ থেকে লাফিয়ে পরে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। অপরদিকে অভিযানকালে দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হন ও অপর একজনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ পরিচয়ে একজন অপহণের ঘটনা ঘটেছে। থানা হেফাজতে থাকা অবস্থায় একজন  আত্মহত্য করেছেন, একজন  আত্মহত্যর চেষ্টা করেছেন ও পুলিশ হেফাজতে থাকাবস্থায় আদালত প্রাঙ্গনে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশী নির্যাতনে একজনের মৃত্যু, দুইজন আহত ও গ্রেফতারের ভয়ে পালাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ মাসে সমাবেশ ছাড়া রাজনেতিক কর্মকান্ড না থাকলেও নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে অর্ন্তদ্বন্দ্বকালীন সহিংসতায় হতাহত ও দুস্কৃতিকারীদের হাতে রাজনৈতিক নেতাকর্মীদের নিহত হওয়ার ঘটনা অব্যহত রয়েছে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা ধারাবাহিকভাবে ঘটেই চলেছে। নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা যেমন; ধর্ষণ, গণধর্ষণ ও হত্যা, আত্মহত্যা, হত্যা পূর্বের ন্যায় বলবৎ থাকলেও  শিশু ও নারীদের প্রতি শারীরিক নির্যাতন বেড়েছে। এ মাসে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা কমেনি। সনাতন ধর্মীয় সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট, জমি দখলের মতো ঘটনা ঘটেছে। সীমান্তে হতাহতের  ঘটনা বন্ধ হয়নি, অপরদিকে ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশীদের ধরে নিয়ে নির্যাতনে হতাহতের ঘটনা ঘটেছে, সেই সাথে পুশইনের ঘটনা ঘটছেই  অপরদিকে পার্বত্য এলাকায় মাইন বিস্ফোরণে একজন নারী ও একজন যুবক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনা বেড়েছে, গণপিটুনি ও মব সহিংসতার মত আইন হাতে তুলে নেয়ার ঘটনা বন্ধ হয়নি বরং নিহত ও আহতের সংখ্যা বেড়েছে। সরকারের নিষ্ক্রিয়তায় এ বিষয়ে নাগরিকদের জীবনে আতংঙ্ক ও নিরাপত্তহীনতা বেড়েছে। মানবাধিকার লংঘন প্রতিরোধ ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক চর্চা, শান্তিপূর্ণ সমাবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, সমমর্যাদা ও নাগরিক জীবনে নিরাপত্তার বিষয়গুলোর নিশ্চয়তা বিধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমএসএফ জোর দাবি জানিয়েছে।

টিএইচ

News