ঢাকা,

১৩ আগস্ট ২০২৫


ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে: তারেক রহমান

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ০২:১৫, ১১ আগস্ট ২০২৫

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে: তারেক রহমান

নানামুখি চ্যালেঞ্জ মোকাবিলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই চব্বিশের আন্দোলনের মূল লক্ষ্য।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নগরীর মাদরাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজশাহী মহানগরীর সাংগঠনিক সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলর, ডেলিগেটসহ হাজারো নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

টিএইচ

News