ঢাকা,

১৩ আগস্ট ২০২৫


সাংবাদিক আসাদুজ্জামান হত্যার প্রতিবাদে নেত্রকোণা প্রেসক্লাব শাখার মানব বন্ধন

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা 

প্রকাশিত হয়েছে: ০১:১৩, ১৩ আগস্ট ২০২৫

সাংবাদিক আসাদুজ্জামান হত্যার প্রতিবাদে নেত্রকোণা প্রেসক্লাব শাখার মানব বন্ধন

আসাদুজ্জামান তালুকদার:  দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নৃশংস ভাবে হত্যার ঘটনায় গভীর উদ্যোগ প্রকাশ করেছে,গভ: রেজি: প্রাপ্ত বাংলাদেশের সর্ব বৃহত্তম সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনা জেলা শাখা। ১২ ই আগস্ট রোজ মঙ্গলবার  সকাল ১০:৩০ 

ঘটিকার সময় নেত্রকোণার কেন্দ্রীয় শহীদ মিনার  প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভার  আয়োজন করে। বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক  শামীম তালুকদারের সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।   সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বারহাট্টা জেলার  আহ্বায়ক সুমন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন -সাংবাদিক আসাদুজ্জামান তালুকদার, জেলা প্রেস ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক হাফিজুল্লাহ চৌধুরী আলিম, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক সুলতান আহমেদ, সাংবাদিক দুর্জয়, ৯০ এর গণঅভ্যুত্থানের ইসলামী বীর সেনানী কমান্ড, নেত্রকোনা শাখার সভাপতি শফিউল আলম  চৌধুরী জুয়েল, আরিফুল হক, সদর উপজেলার সাবেক ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক তালুকদার, আমজাদ হোসেন, তৃতীয় লিঙ্গের প্রতিবাদী কন্ঠ  শামীমা আক্তার  প্রমুখ। 

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার জন্য এবং দায়ী ব্যক্তিদের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানান।

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার বলেন,সাংবাদিকদের অযথাই মিথ্যা মামলা দিয়েও হয়রানি করা হচ্ছে। অযথা মিথ্যা মামলা বন্ধ করার দাবী জানান এবং সাংবাদিক তুহিন হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উক্ত মানববন্ধনে বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সাংবাদিকদের উপর সহিংসতার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

দেশটিতে সাংবাদিকতার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ  সৃষ্টি হয়েছে। সাংবাদিক তুহিন হত্যা ও সাংবাদিকদের উপর মিথ্যা মামলা -হামলার ঘটনাগুলোর দ্রুত পুঙ্খানুপুঙ্খ ও স্বাধীনভাবে নিরপেক্ষ তদন্তের জন্য এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দায়িত্ব রয়েছে অন্তবর্তী সরকারের। সাংবাদিকদের উপর সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়া উদ্বেগ জনক। এটি দ্রুত বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ১৫ দিনের মধ্যে চার্জশিট প্রদানের  দাবি জানান।

টিএইচ

News