ঢাকা,

১৩ আগস্ট ২০২৫


মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ মাহফুজা খানমের মৃত্যুতে গণফোরামের শোক 

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৩:১৮, ১৩ আগস্ট ২০২৫

মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ মাহফুজা খানমের মৃত্যুতে গণফোরামের শোক 

মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম এবং একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যুতে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান শোক প্রকাশ করেছেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।

গণফোরাম নেতৃবৃন্দ বলেছেন-বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী অধ্যাপক মাহফুজা খানমের মৃত্যুতে দেশবাসী হারিয়েছে একজন খ্যাতিমান প্রেশপ্রেমিক নাগরিককে।উল্লেখ্য যে,১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন অধ্যাপক মাহফুজা খানম।তিনি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে একুশে পদক পদক লাভ করেন।

১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক লাভ করেন এবং ১৯৬৭ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন মাহফুজা খানম। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়ে ১৯৬৬-৬৭ মেয়াদে ডাকসুর ভিপি নির্বাচিত হন। এছাড়াও তিনি দেশ ও মানুষের কল্যাণে ছিলেন সর্বদা নিবেদিত।

টিএইচ

News