
ছবি সংগৃহীত
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ফের মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতির কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
সংঘর্ষের শুরু
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রাস্তায় দুই পক্ষের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
পুলিশের ভূমিকা
নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল ইসলাম বলেন, “কথা বলতে পারছি না, ওদের মারামারি ঠেকাচ্ছি।” তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
প্রভাব
ঘটনার কারণে ব্যস্ত মিরপুর সড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে। এতে অফিসগামী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
সংঘর্ষের ইতিহাস
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নতুন নয়। প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। চলতি বছরের ১৮ মার্চ বড় ধরনের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছিলেন। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি ও ১৯ জানুয়ারিতেও একই ধরনের ঘটনা ঘটে।
ইউ