ঢাকা,

১৬ মে ২০২৫


অ্যাপলের পণ্য ভারতে উৎপাদন বন্ধ চান ট্রাম্প

বিজনেস আই ডেস্ক

প্রকাশিত হয়েছে: ১৭:৫০, ১৫ মে ২০২৫

আপডেট: ১৭:৫১, ১৫ মে ২০২৫

অ্যাপলের পণ্য ভারতে উৎপাদন বন্ধ চান ট্রাম্প

ছবি সংগৃহীত

অ্যাপলের পণ্য ভারতে আর উৎপাদন না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের শীর্ষ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি চাই না আপনি ভারতে অ্যাপলের পণ্য উৎপাদন করেন।’ তিনি এই মন্তব্য করেছেন অ্যাপল সিইও টিম কুককে উদ্দেশ করে।

ট্রাম্প বলেন, ‘আপনি যদি ভারতের দেখভাল করতে চাও, করতে পারো। কিন্তু ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর একটি। সেখানে পণ্য বিক্রি করাই কঠিন।’ 

তিনি আরো দাবি করেন, নয়াদিল্লি ওয়াশিংটন ডিসিকে প্রস্তাব দিয়েছে যে, মার্কিন পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করা হবে না, তবে ট্রাম্প এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।

অ্যাপলের অতীত কর্মকাণ্ডের বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন, ‘বছরের পর বছর চীনে যে কারখানাগুলো তৈরি করেছেন, তা আমরা সহ্য করেছি। কিন্তু এখন ভারতে কারখানা নির্মাণ করতে চাইলে, সেটা আমরা চাই না। ভারত নিজের যত্ন নিতে পারবে।’

অ্যাপলকে যুক্তরাষ্ট্রেই উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা চাই, অ্যাপল তার উৎপাদন মার্কিন মাটিতে সম্প্রসারণ করুক।’

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন অ্যাপল চীন থেকে ধীরে ধীরে উৎপাদন সরিয়ে ভারতসহ অন্যান্য দেশে কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর একটি বড় কারণ হলো যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা এবং ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির চাপ।

ভারতে অ্যাপলের কারখানা
বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখানা রয়েছে—

* দুটি তামিলনাড়ুতে

* একটি কর্ণাটকে

এর মধ্যে একটি পরিচালনা করছে ফক্সকন, বাকি দুটি টাটা গ্রুপ। আরও দুটি কারখানা চালু হওয়ার অপেক্ষায় আছে, যার মাধ্যমে অ্যাপলের ভারতে উৎপাদন আরো বাড়ার কথা।

ট্রাম্পের এই মন্তব্য অ্যাপলের বৈশ্বিক সরবরাহ চেইনের ওপর নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতের অর্থনৈতিক সম্পর্কে নতুন আলোচনার সুযোগ তৈরি হয়েছে। এনডিটিভি

ইউ

News