
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। আজ শনিবার (১০ মে) এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান তিনি।
ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময়ই এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছে। তবে এই ক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিষয়ে কোনো আপস করেনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন।’
এর কিছু পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী দার তাঁর বার্তায় ট্রাম্পের ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আজ শনিবার পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, ‘ওরা (ভারত) থামলে আমরাও থামব। আমরা ধ্বংস ও সম্পদের অপচয় চাই না।’
তিনি আরও বলেন, ‘ভারতের যদি সামান্যতম বোধবুদ্ধি থাকে, তবে তাদের থামা উচিত। দুই দেশের অর্থনীতি এক নয়। আমরা কোনো দেশের আধিপত্য চাই না। আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান।’
এর আগে আজ ভোরে পাকিস্তান এক পাল্টা সামরিক অভিযান চালায়। ইসলামাবাদ জানিয়েছে, গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় চালানো ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা এ হামলা চালিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘বুনইয়ান-উন-মারসুস’। এতে ভারতের ক্ষেপণাস্ত্র মজুতাগার ও একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
টিএইচ