ঢাকা,

১১ মে ২০২৫


বিকাল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে : ভারত

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২০:২৫, ১০ মে ২০২৫

বিকাল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে : ভারত

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি আজ শনিবার ভারতীয় সময় বিকাল ৫টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 

তিনি জানান, বিকাল ৫টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে।

বিক্রম মিশ্রি বলেন, ‘পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়, আজ ভারতীয় সময় বিকাল ৫টা থেকে দুই পক্ষই সব ধরনের গুলি-গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।’

দুই দেশের পক্ষ থেকে দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুই ডিজিএমও আবার আগামী সোমবার দুপুর ১২টার সময়ে কথা বলবেন বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব। 

সূত্র : বিবিসি

টিএইচ

News