ঢাকা,

১১ সেপ্টেম্বর ২০২৫


ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল : হোয়াইট হাউস

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৪:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, কাতারকে ইসরায়েলের হামলার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন।

ক্যারোলিন লিভিট বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ হামলার ব্যাপারে আগে জানিয়েছিলেন। নেতানিয়াহু শান্তি স্থাপন করতে চান। তাই আমাদের কাছে আগে থেকেই এ হামলার খবর ছিল। নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্টিফ উইটকফের মাধ্যমে দোহাকে আসন্ন হামলার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, পরে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকেও দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। হামলার পর কাতারি নেতাদের টেলিফোনও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে এ ধরনের হামলা ঘটবে না।

তবে কাতার যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সরকারকে আগে থেকে হামলার বিষয়ে অবহিত করা হয়েছিল, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

এর আগে, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল।

সূত্র : আল জাজিরা

টিএইচ

News