ঢাকা,

১৪ আগস্ট ২০২৫


যুক্তরাজ্যে মুসলিম নারী নিয়ে বিভাজন নয়: এমসিবি

বিজনেস আই ডেস্ক

প্রকাশিত হয়েছে: ১৭:১১, ১২ আগস্ট ২০২৫

যুক্তরাজ্যে মুসলিম নারী নিয়ে বিভাজন নয়: এমসিবি

ফাইল ছবি

যুক্তরাজ্যের মুসলিম কাউন্সিলের (এমসিবি) সহকারী সাধারণ সম্পাদক ড. নাওমি গ্রিন সাম্প্রতিক ‘রিফর্ম ফর উইমেন’ সম্মেলনকে “রাজনৈতিক কৌশল” ও “পুরনো স্টেরিওটাইপ পুনরুজ্জীবন” বলে সমালোচনা করেছেন।

তিনি বলেন, এই সম্মেলনে নারীদের পক্ষ নেওয়ার দাবি করা হলেও আসলে “মুসলিম পুরুষদের থেকে নারীদের রক্ষা” করার পুরনো বর্ণনা ও বিভাজনমূলক বক্তব্যই জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। এতে নারীদের সুরক্ষা নয়, বরং সমাজে বিভেদ তৈরির প্রবণতা বাড়ানো হয়েছে।

ড. নাওমি গ্রিনের মতে, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলা জরুরি, কিন্তু তা যেন কোনো একটি সম্প্রদায়কে লক্ষ্য করে না হয়। “যদি তারা মুসলিম নারীদের সাথে কথা বলত, তবে জানত—আমরা ব্যবসা পরিচালনা করছি, একাডেমিয়ায় উৎকর্ষ অর্জন করছি, সংসদে কাজ করছি, দাতব্য সংস্থা চালাচ্ছি এবং সামাজিক পরিবর্তনের অগ্রভাগে আছি।”

এমসিবি জানায়, ব্রিটেনের মুসলিম নারীরা অর্থনীতিতে বিলিয়ন পাউন্ড অবদান রাখছেন, জাতীয় গড়ের দ্বিগুণ হারে স্বেচ্ছাসেবী কাজে যুক্ত এবং প্রতিদিন নতুন সাফল্যের দিগন্ত উন্মোচন করছেন। কিন্তু নারী অধিকার সংশ্লিষ্ট মূল সমস্যা যেমন—অসম বেতন, শিশু যত্নের অভাব, লিঙ্গভিত্তিক সহিংসতা, স্বাস্থ্য বৈষম্য—এসব মোকাবিলা না করে সম্মেলনে সীমিত কিছু বিষয় তুলে পুরো ধর্মীয় সম্প্রদায়কে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

ড. নাওমি গ্রিনের মন্তব্য, “ব্রিটেনের সব নারীর—যে পটভূমিরই হোক—এই ধরনের বিভাজনমূলক রাজনীতির চেয়ে ভালো কিছু প্রাপ্য।”

ইউ

News