ঢাকা,

২১ মে ২০২৫


ইশরাককে মেয়র করতে আজও বিক্ষোভ সমর্থকদের

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১১:৫৬, ২০ মে ২০২৫

আপডেট: ১১:৫৯, ২০ মে ২০২৫

ইশরাককে মেয়র করতে আজও বিক্ষোভ সমর্থকদের

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে আজ নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা সমর্থকরা। 

মঙ্গলবার সকাল থেকেই ইশরাকের সমর্থকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা আজ বিকেল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন। 

‘ঢাকাবাসীর’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন আসছেন দক্ষিণ সিটির কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর, বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আন্দোলনের প্রথম দিন থেকেই নগর ভবনে মূল ফটকে তালা দিলে অবস্থান নেন তারা। এরপর সেখানে ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। ইশরাককে মেয়র ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

তাদের এই অবস্থান কর্মসূচির ফলে গুলিস্তান, ফুলবাড়িয়া ও বঙ্গমার্কেটের সামনে শত শত অফিসগামী গাড়ি আটকা পড়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন সিএনজি, রিকশাচালক ও পথচারীরা।

টিএইচ

News