ঢাকা,

০৪ জুলাই ২০২৫


 দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল স্ট্রাইকার দিয়েগো জোতা

বিজনেস আই ডেস্ক

প্রকাশিত হয়েছে: ১৭:১০, ৩ জুলাই ২০২৫

 দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল স্ট্রাইকার দিয়েগো জোতা

ফাইল ছবি

ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে স্পেনের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়েগো জোতা। তার ছোট ভাই আন্দ্রে জোতাও একই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

২ জুলাই (বুধবার) রাতে স্পেনের জামোরা প্রদেশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিস্তারিত

  • স্থানীয় সময় রাত ১২:৪০টার দিকে এ-৫২ মহাসড়কে জোতার ল্যাম্বরগিনি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে।

  • গাড়িতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়, যা থেকে জোতা ও তার ভাইকে বাঁচানো সম্ভব হয়নি।

  • স্প্যানিশ মিডিয়া জানায়, টায়ার বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটে।

জোতার ক্যারিয়ার ও শেষ অর্জন

  • ২০২০ সালে ৪১ মিলিয়ন ইউরোতে উলভস থেকে লিভারপুলে যোগ দেন জোতা।

  • লিভারপুলের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করে ইতিহাস গড়েন।

  • গত মৌসুমে প্রিমিয়ার লিগ ও উয়েফা নেশন্স লিগ জেতেন যথাক্রমে লিভারপুল ও পর্তুগালের হয়ে।

  • ১০ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন তিনি। তাদের তিন সন্তান রয়েছে।

ফুটবল বিশ্বের শোক

জোতার মৃত্যুতে লিভারপুল, পর্তুগাল ফুটবল ফেডারেশন ও বিশ্বজুড়ে ভক্তরা শোক প্রকাশ করেছেন। ফিফা, উয়েফা ও বহু তারকা টুইটারে তাদের সমবেদনা জানিয়েছেন।

ইউ

News