ঢাকা,

০৪ জুলাই ২০২৫


ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেলো: তাসকিন

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ০০:৪৭, ৩ জুলাই ২০২৫

ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেলো: তাসকিন

৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। ১০০ রানে দুই উইকেট থেকে মুহূর্তের মধ্যে স্কোরবোর্ডে ১০৫ রানে ৮ উইকেট! সেখান থেকে জাকের আলীর লড়াইয়ে হারের ব্যবধানই কমেছে মাত্র। শেষ পর্যন্ত ৭৭ রানের বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ। এমন হারের পর তাসকিনের মত- ক্রিকেট খেলাটাই অনিশ্চয়তার খেলা। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘এটা আমাকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে... আমি আশা করিনি। কারণ আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, কিন্তু হঠাৎই ৫ উইকেট পড়ে গেলো। কিন্তু আশা করি, আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরবো। সবাই ভুল থেকে শিখে। কিন্তু, এটা ভালো লাগেনি।’

ব্যাখ্যাতীত হতাশাজনক ব্যাটিংয়ের পরও তাসকিন পুরানো কথাই আবার মনে করিয়ে দিলেন। বরাবরই হারের পর বাংলাদেশ দলের কেউ না কেউ এসে ঘোষণা করে বাংলাদেশ এত বাজে দল নয়। তাসকিনও আজ একই কথা বললেন, ‘না, আসলে একটা ওভারে ২ জন সেট ব্যাটার আউট হয়ে যাওয়াতে হয়তো কিছুটা আতঙ্কিত হয়েছিল। তো তখন দেখা গেছে, চাপের মধ্যে আতঙ্কিত হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে, একটু অপ্রত্যাশিত ছিল। কারণ আপনারাও জানেন যে, আমরা যেভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না।’

দ্রুত সমস্যা কাটিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাসকিনের কণ্ঠে, ‘সবার সামর্থ্য আছে, অপ্রত্যাশিত এই ধসের জন্যই হেরে গেলাম। কিন্তু আমরা আশা করছি, দ্রুত সব সমস্যা কাটিয়ে উঠবো এবং সামনে ভালো জয় নিয়ে আসবো। কারণ স্বপ্ন দেখা ছাড়া তো আগানো যাবে না। প্রতিদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। দোয়া রাখবেন।’

টিএইচ

News