ঢাকা,

০৭ জুলাই ২০২৫


কঠোর নিরাপত্তায় ঢাকায় তাজিয়া মিছিল সম্পন্ন

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:১৯, ৬ জুলাই ২০২৫

কঠোর নিরাপত্তায় ঢাকায় তাজিয়া মিছিল সম্পন্ন

ছবি সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ব্যবস্থায় সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিল শুরু হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী 'কারবালা' প্রান্তরে শেষ হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, হাজারো শিয়া অনুসারী খালি পায়ে, বুক চাপড়ে ও 'হায় হোসেন' মাতম করতে করতে মিছিলে অংশ নেন। মিছিলের রুটে ছিল বকশি বাজার, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও ধানমন্ডি।

নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ডিএমপি দা, ছোরা, কাঁচি, বর্শা, তরবারি ও লাঠি বহন এবং আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিল। আশুরার এই দিনে ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.) ও তার সঙ্গীদের শাহাদাতবরণের ঘটনাকে স্মরণ করে শিয়া সম্প্রদায় এ মিছিলের আয়োজন করে।

রাজধানীর লালবাগের ঐতিহাসিক হোসেনি দালান ও বড় কাটারা ইমামবাড়ায়ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত কয়েক বছরের মতো এবারও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল সম্পন্ন হয়।

ইউ

News